স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ডিসেম্বর : ঘরে স্ত্রী এবং সন্তান রেখে এক মহিলার সাথে ফষ্টিনষ্টি করতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি। ঘটনা আমতলী থানাধীন পাণ্ডবপুর এলাকায়। এলাকাবাসীর জুতো পেটা করে পুলিশের হাতে তুলে দেয় অভিযুক্ত যুবককে। একই সঙ্গে অভিযুক্ত মহিলাকেও পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। অভিযুক্ত যুবকের নাম বিশু কর্মকার। পিতার নাম বাদল কর্মকার।
অভিযুক্ত যুবক বিশু কর্মকার জানায়, ফেসবুকে তাদের মধ্যে কথাবার্তা জমে ওঠে। দীর্ঘ এক বছর ধরে তাদের মধ্যে কথাবার্তা জমে ওঠার পর গত কয়েক মাস ধরে তারা একে অপরের সাথে দেখা করছে। যার মধ্যে মঙ্গলবার সেই মহিলা তার বাড়িতে আসে। তখন তাদের হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। এলাকাবাসীর জানায় দীর্ঘদিন ধরে তাদের এ ধরনের কীর্তি কান্ড এলাকায় চলছে। এলাকাবাসীর পক্ষ থেকে বহুবার তাদের পরিবারের অভিভাবকদের জানানো হয়েছে। কিন্তু বিশু কর্মকার এবং সে মহিলার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় অবশেষে বুধবার সকালে তাদের হাতেনাতে ধরা হয়। ঘরের ভেতরে এলাকাবাসী প্রবেশ করলে সেই মহিলা লুকিয়ে পড়ে। তারপর সে মহিলাকে বের করে এনে এলাকাবাসী জিজ্ঞাসাবাদ করলে দুজনেই ঘটনার সততা স্বীকার করে। তারপর বিশু কর্মকারকে জুতো পেটা করে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে আসলে পরকীয়ায় লিপ্ত দুই মহারথীকে তুলে যাওয়া হয়। এলাকাবাসীর দাবি তাদের কারণে পরিবেশ নষ্ট হচ্ছে।