স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ডিসেম্বর : বেহাল রাস্তা সংস্কারের দাবি। কমলপুরের কমলেশ্বরী কালী বাড়ী থেকে ফরেস্ট অফিস পর্যন্ত বেহাল রাস্তাটি সংস্কারের দাবিতে সড়ক অবরোধ স্থানীয়দের। দীর্ঘ প্রায় ৪ ঘণ্টা ধরে চলে সড়ক অবরোধ। শেষ পর্যন্ত প্রশাসনিক আধিকারিকদের আশ্বাসে সড়ক অবরোধ মুক্ত হয়। অভিযোগ দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে কমলপুর শহরের কমলেশ্বরী কালী বাড়ী থেকে ফরেস্ট অফিস পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা। এলাকাবাসিরা দীর্ঘ দিন ধরে বেহাল রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছে।
কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। অবশেষে এক প্রকার বাধ্য হয়ে বুধবার সকালে এলাকাবাসিরা কমলেশ্বরী কালী বাড়ী সংলগ্ন সড়ক অবরোধ সামিল হয়। সড়ক অবরোধকারিরা জানান কমলেশ্বরী কালী বাড়ী থেকে ফরেস্ট অফিস পর্যন্ত রাস্তাটি দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। ২০ থেকে ৩০ বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। কিছুদিন পর পর প্রশাসন থেকে রাস্তাটি সংস্কারের নামে মাপ ঝোঁক করা হয়।
কিন্তু রাস্তা আর সংস্কার করা হয় না। এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারবে না এলাকায়। এলাকার অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় এলাকাবাসিদের। তাই তাদের দাবি এই বেহাল রাস্তাটি সংস্কার করে দেওয়া হোক। সড়ক অবরোধের খবর পেয়ে পূর্ত দপ্তরের আধিকারিক এস দেব সরকার, কমলপুর মহকুমার ডিসি বিজয় মোহন ত্রিপুরা, মহকুমার পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা, কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর সহ বিশাল পুলিশ বাহিনী অবরোধস্থলে ছুটে যায়। ডিসি বিজয় মোহন ত্রিপুরা জানান রাস্তাটি সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ না থাকার কারনে রাস্তাটি এতদিন সংস্কার করা যায় নি। তবে এইদিন তিনি আশ্বাস দেন আগামি ৩ মাসের মধ্যে রাস্তারি সংস্কারের কাজ শুরু করা হবে। ডিসি বিজয় মোহন ত্রিপুরার কাছ থেকে আশ্বাস পেয়ে দীর্ঘ প্রায় ৪ ঘণ্টা পর সড়ক অবরোধ মুক্ত করে দেয় এলাকাবাসিরা। এখন দেখার এলাকাবাসিদের দাবি পূরণের জন্য প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে কিনা।