স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ডিসেম্বর : মা-বাবার অসাবধানতা কেড়ে নিল তরতাজা নাবালকের প্রান। গুরুতর ভাবে আহত হল আরও ৪ জন। ঘটনা রাজধানীর অদূরে বোধজং নগর গ্যাস বটলিং সেন্টার সংলগ্ন এলাকায়। জানা যায়, তিন নাবালক বাইকে করে গৃহ শিক্ষকের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে আসার সময় অপর একটি বাইকের সাথে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে গুরুত ভাবে আহত হয় উভয় বাইকে থাকা ৫ জন। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। বোধজং নগর থানার এক পুলিশ অফিসার জানান আহতদের জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ইমরান মিয়া নামে এক নাবালককে মৃত বলে ঘোষণা করে দেন। বাকি আহতরা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। বোধজং নগর থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক দুইটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।