স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ডিসেম্বর : অশান্ত বাংলাদেশ। সেই দেশে নির্যাতনের শিকার সংখ্যা লঘুরা। মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে সংখ্যা লঘুদের এবং সনাতন ধর্মের আন্দোলনের নেতৃত্ব চিন্ময় প্রভুকে বিনা কারণে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। এই ঘটনার প্রতিবাদে সরব হল বৈদিক ব্রাহ্মণ সমাজ।
বুধবার বৈদিক ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে রাজধানীর মেলার মাঠ থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি প্যারাডাইস চৌমুহনীতে গিয়ে শেষ হয়। সেখানে গনঅবস্থানে বসে বৈদিক ব্রাহ্মণ সমাজের সদস্যরা। পণ্ডিত ভাস্কর চক্রবর্তী জানান বাংলাদেশে সংখ্যা লঘুদের উপর নির্যাতন চলছে। এই নির্যাতন অবিলম্বে বন্ধ করার দাবিতে এইদিন বৈদিক ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে গনঅবস্থান সংগঠিত করা হয়েছে।