স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ডিসেম্বর : নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সাথে সাক্ষাৎ করল দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখার এক প্রতিনিধি দল। বুধবার সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তরে গিয়ে দপ্তরের অধিকর্তার সাথে সাক্ষাৎ করে।
সংগঠনের সদস্য অরূপ দেবনাথ জানান ৩ সেপ্টেম্বর দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখার পক্ষ থেকে এক প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সাথে সাক্ষাৎ করে। মূলত স্বাস্থ্য দপ্তরে ফিজিও থেরাপিস্ট নিয়োগের বিষয় নিয়ে সেই সময় কথা হয়। দপ্তরের অধিকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন। তাই সেই বিষয়ে এইদিন তারা দপ্তরের অধিকর্তার সাথে কথা বলেছে।