Friday, February 7, 2025
বাড়িরাজ্যশ্রমিক দরদি সরকারের আমলে শ্রমিকরা না খেয়ে মরছে : মানিক

শ্রমিক দরদি সরকারের আমলে শ্রমিকরা না খেয়ে মরছে : মানিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ এপ্রিল : আগের সরকার শ্রমিক দরদি সরকার বলে নিজেদের প্রচার করত। কিন্তু শ্রমিকদের জন্য কাজ করেনি। তিলে তিলে শ্রমিকরা না খেয়ে মরেছে। এভাবে শিল্পগুলি নষ্ট হয়ে গেছে রাজ্যে। শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সামাজিক ন্যায় পাক্ষিক বাবাসাহেব ডঃ ভীমরাও রামজি আম্বেদকর ১৩২ তম জন্মবার্ষিকী উপলক্ষে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিককল্যাণ যোজনা আলোচনা সভায় বক্তব্য রেখেই কথা বলেন সাংসদ ডাঃ মানিক সাহা।

 ২০২১ শালের ২৬ আগস্ট চালু হয়েছিল ই-শ্রম পোর্টাল। এই পোর্টালে সমস্ত তথ্য প্রদান করতে হবে শ্রমিকদের। আগে শ্রম দপ্তরে যেত হত। এখন তার কোন প্রয়োজন নেই বলে জানান মানিক সাহা। রাজ্যে এখনো পর্যন্ত ৮ লক্ষ ১৮ হাজার ৬৭৮ জন এই ই-শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করেছে। তাদের নামে কাগজ ইস্যু করা হয়েছে। সারা দেশে ২৭ কোটির উপর শ্রমিকরা নাম নিথিভুক্ত করেছে। এই কার্ডের সুফল সমগ্র দেশে পাবে শ্রমিকেরা। সামাজিক নিরাপত্তা পাবে তারা। দুর্যোগ সময়ে পাবেন সুযোগ সুবিধা। নতুন করে ২০ লক্ষের আবেদন পত্র জমা পড়েছে ঋনের জন্য। কিন্তু বর্তমান সরকার শ্রমিকদের স্বনির্ভর করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। ২০১৮ আগে চা মজদুরদের রক্ত শোষণ আর রাজনীতির ব্যবহার ছাড়া আর কিছুই করা হয়নি। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী শ্রমিকদের দিলেন থাকার জন্য বসতঘর, শৌচালয়, শিক্ষা, পানীয় জল এবং মজুরি বৃদ্ধি করেছেন বলে জানান তিনি। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক কল্যাণ যোজনা শীর্ষক আলোচনায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি-র সভাপতি তথা সাংসদ ডাঃ মানিক সাহা,  সহ- সভাপতি রাজিব ভট্টাচার্য, বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য