স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ এপ্রিল : টেট পরীক্ষায় উত্তীর্ণদের শংসাপত্রের জন্য ডেপুটেশন দেওয়া হয় শনিবার টি আর বি টি -তে। জানা যায়, ২০২১ সালে টেট পরীক্ষা নেওয়া হয়। এরপর পরীক্ষার্থীদের ভ্যারিফিকেশন শেষ হলেও টেট উত্তীর্ণ হওয়ার শংসাপত্র প্রদান করা হয়নি।
তাই এদিন টেট উত্তীর্ণরা শিক্ষা ভবনে গিয়ে ডেপুটেশন প্রদান করেন। তাদের দাবি অতিদ্রুত টেট উত্তীর্ণদের টেট উত্তীর্ণ হওয়ার শংসাপত্র প্রদান করা হয়। খুব দ্রুত শংসাপত্র দেওয়ার প্রচেষ্টা চলছে বলে জানান টি আর বি টি-র আধিকারিক।