স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ডিসেম্বর : সংখ্যালঘু কল্যাণ দপ্তরের স্কলারশিপ নিয়ে অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে সামিল হলো এসএফআই রাজ্য কমিটি। সোমবার দপ্তরের অধিকর্তা পি কে দেবের কক্ষে সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করে জানায়, দপ্তরের পক্ষ থেকে পেশাগত কোর্সের জন্য ছাত্রছাত্রীদের যে সহযোগিতা করা হতো এর ব্যাপক অনিয়ম হচ্ছে।
৯০ হাজার টাকা করে ছাত্র-ছাত্রীদের সহযোগিতা করার কথা থাকলে দেখা যাচ্ছে মাত্র ৫০ হাজার টাকা করে সহযোগিতা করা হচ্ছে অধিকাংশ ছাত্র-ছাত্রীদের। এ ধরনের নিয়ম বহির্ভূত কার্যকলাপের প্রতিবাদে সরব হয়েছে এসএফআই। বহুবার দপ্তরের কাছে দাবি জানানো হলেও ইতিবাচক কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। তাই বাধ্য হয়ে আন্দোলনের শামিল হয়েছেন বলে জানান এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। তিনি বলেন চলতি সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান না হলে আন্দোলন চলবে।