স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ এপ্রিল : আগরতলা পুর নিগমের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট গত ১১ এপ্রিল পেশ করা হয়েছে। আগরতলা শহর উন্নয়নের জন্য রাজস্ব ও মূলধনী খাতে আয় ধরা হয়েছে ৩৬ হাজার ৬৪০.৮৯ লক্ষ টাকা। বিগত বারের চাইতে এবারের বাজেটে ১২১.৫৭ লক্ষ টাকা বাড়ানো হয়েছে।
শনিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় বাজেটের উপর আলোচনা। আগরতলা শহরের উন্নয়ন, যানজট মুক্ত করা এবং শহর বাসীর স্বাচ্ছন্দ্যের জন্য বাজেট পেশ করা হয়েছে। এদিন বাজেটের উপর আলোচনা করা হয়। এই আলোচনার মতামত গুলিকে গ্রহণ করে শহরবাসীর মৌলিক চাহিদাকে সামনে রেখে বাজেট গৃহীত হবে। এরপর থেকে বাজেটে যে প্রস্তাব রাখা হয়েছিল তা কার্যকর হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। এদিন আলোচনায় উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য কর্পোরেটার সহ অন্যান্য দপ্তরের আধিকারিকেরা।