স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ এপ্রিল : গন্ডাছড়া মহকুমার অন্তর্গত মনোরঞ্জন দাস পাড়ার এস পি ও ক্যাম্প অন্যথায় স্থানান্তর করার সিদ্ধান্তের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ দেখায় শনিবার। জানা যায় দীর্ঘ দশ বছর আগে মনোরঞ্জন দাস পাড়া স্থানীয় এলাকার নিরাপত্তা জন্য একটি এস পি ও ক্যাম্প বসানো হয়েছিল।
কিন্তু শনিবার সকাল গন্ডাছড়া থানা থেকে একটি গাড়ি পাঠানো হয় সব এস পি ও জওয়ানদের অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এলাকা বাসী জানতে পেরে এস পি ও ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। এবং গাড়ি আটকে রাখে। এলাকাবাসীর দাবি এখান থেকে ক্যাম্প তুলে নেওয়া যাবে না। এলাকার নিরাপত্তার জন্য ক্যাম্পের জওয়ানরা বড় ভূমিকা পালন করে। তাই ক্যাম্পটি সংস্কার করে সেখানে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তাকর্মী রাখার জন্য এলাকাবাসীর দাবি। বিশেষ করে ক্যাম্পে এস পি ও জওয়ানদের সাথে পুলিশ এবং টিএসআর জোওয়ান রাখতে হবে। নাহলে তারা আগামী দিনে এলাকায় বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান এদিন। খবর পেয়ে পরবর্তী সময় ছুটে আসে গন্ডাছড়া থানার পুলিশ। কিন্তু এলাকাবাসী তাদের দাবি-দাওয়া থেকে সরে আসতে নারাজ।