স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ এপ্রিল : নিফা বিগত চার বছর ধরে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে। আগামী ২৩ থেকে ২৫ নভেম্বর রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় সংস্কৃতি উৎসব। এই উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩০০ জনের সাংস্কৃতিক দল ও প্রতিনিধি উপস্থিত থাকবেন। এছাড়া আগস্ট মাসের শেষদিকে দেশের সাংস্কৃতিক জাগৃতি অভিযান করা হবে।
এই অভিযানটি উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের বিভিন্ন এলাকা পরিক্রমা করবে। শনিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন মিশর প্রতিষ্ঠাতা সভাপতি অনিমেষ দেব রায়। তিনি আরো বলেন, বিগত বছরে নিফার উদ্যোগে ত্রিপুরা রাজ্যে আন্তর্জাতিক ও জাতীয় স্তরের সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। এদিন নিফার নিয়ম অনুযায়ী আগরতলা প্রেসক্লাবে ত্রিপুরা রাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণ রাজ্য কমিটি গঠিত হয়। নবনিযুক্ত এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে বিভূতি দেববর্মা, সহসভাপতি নির্বাচিত হয়েছে সঞ্জয় সেন এবং সহ-সম্পাদক নির্বাচিত হয়েছে দীপক কুমার সিনহা। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নেটওয়ার্ক ফাউন্ডার চেয়ারম্যান প্রীতপাল সিং পান্নু, নবনিযুক্ত কমিটির সভাপতি সহ অন্যান্যরা।