স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ নভেম্বর : মধুপুরে মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে উদ্বোধন হল অত্যাধুনিক মানের মৎস্য খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট। মধুপুর এলাকার কয়েকজন বেকার যুবক মিলে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের আর্থিক সহযোগিতায় ৩০ লক্ষ টাকা ব্যায় করে এই মৎস্য খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিটটি স্থাপন করে।
মঙ্গলবার প্রদিপ প্রজ্জলন করে এই মৎস্য প্রক্রিয়াকরণ ইউনিটের উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ মৎস্য দপ্তরের আধিকারিকরা। এইদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন প্রধানমন্ত্রী মৎস্য যোজনা প্রকল্পে মধুপুরে অত্যাধুনিক মানের মৎস্য খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিটটি স্থাপন করা হয়েছে। এই ইউনিট স্থাপনের ক্ষেত্রে সরকার ৬০ শতাংশ অর্থ প্রদান করেছে। সুবিধাভোগীকে দিতে হয়েছে ৪০ শতাংশ অর্থ।