স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ নভেম্বর : চা বিক্রি আড়ালে মহিলার ব্রাউন সুগার বিক্রির বিষয় সামনে আসে মঙ্গলবার। এদিন চার যুবককে রাজধানীর গোলাপ বাগান এলাকা থেকে আটক করার পর পুলিশ ব্রাউন সুগার বিক্রির সাথে জড়িত মূল মাস্টারমাইন্ড মহিলাকে জালে তুলতে সক্ষম হয়েছে। ধৃত মূল মাস্টারমাইন্ড মহিলার নাম ঊমা মালাকার।
তার কাছ থেকে ব্রাউন সুগার সংগ্রহ করে আগরতলা শহরে বিভিন্ন জায়গায় বিক্রির সাথে জড়িত রাজেশ দেবনাথ, বিশ্বজিৎ মজুমদার, জয়দেব দাস এবং ওসমান মিয়া নামে চারজন যুবককে পুলিশ আটক করেছে। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে কয়েকজন ব্রাউন সুগার বিক্রেতা। সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান, মঙ্গলবার গোপন খবরের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ রাজধানীর গোলাপ বাগান এলাকায় অভিযান চালায়। সেখানে আটক করতে সক্ষম হয় চারজন যুবককে। তাদের কাছ থেকে ৩৬ গ্রাম ব্রাউন সুগার আটক করে পুলিশ। তারপর পুলিশ তাদের প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানতে পারে তারা একজন মহিলার কাছ থেকে ব্রাউন সুগার গুলি ক্রয় করে অধিক মূল্যে অন্যথায় নিয়ে বিক্রি করে। তারপর পুলিশ সে মহিলার চায়ের দোকানে গিয়ে হানা দেয়।
সেই মহিলাকে আটক করে পূর্ব আগরতলা থানার পুলিশ আরো ৯৫ কৌটা ব্রাউন সুগার এবং নগদ ১৬ হাজার টাকা আটক করে। ধৃত পাঁচজনের কাছ থেকে পুলিশ তিনটি মোবাইল ফোন, বাইক সহ অন্যান্য সামগ্রী আটক করতে সক্ষম হয়েছে। মহকুমা পুলিশ আধিকারিক আরো জানিয়েছেন যারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে তাদের নাম পুলিশের হাতে এসেছে। তাদের দ্রুত জালে তুলতে চেষ্টা করছে পুলিশ। এখন দেখার বিষয় পুলিশ গোটা গ্যাং জালে তুলতে সক্ষম হয় কিনা। তবে এবার সামনে আসেছে মহিলারাও। সম্প্রতি রাজধানীর লক্ষীনারায়ণ মন্দির সংলগ্ন এলাকা থেকে ব্রাউন সুগার বিক্রির সাথে জড়িত এই যুবতী গ্রেপ্তার হওয়ার পর মঙ্গলবার আরো এক মহিলা আটক হয়েছে। তাদের সকলের বয়স কুড়ি থেকে ত্রিশ বছরের মধ্যে। পুলিশের প্রাথমিক ধারণা তারা অত্যন্ত সুচারুরভাবে শহরের মধ্যে এ ধরনের ঘটনায় যুক্ত হয়েছে।