স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ নভেম্বর : ভবিষ্যৎ অনিশ্চিত বুঝেও মৈত্রী সেতু চালু করতে চলছে সর্বোত্তম চেষ্টা। মঙ্গলবার সাব্রুম আইসিপি-তে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন ল্যান্ড পোর্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আদিত্য মিশ্রা, বিএসএফ-এর এডিজি রবি গান্ধী, ট্যাক্স কমিশনার শৈলেন্দ্র কুমার সিনহা সহ অন্যান্য আধিকারিকরা। বৈঠকে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য সহ যাত্রী আসা যাওয়ার বিষয় সহ একাধিক বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে ল্যান্ড পোর্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আদিত্য মিশ্রা জানান এইদিন স্টেক হোল্ডারদের নিয়ে বৈঠক করা হয়েছে। প্রচেষ্টা ছিল ১৪ আগস্ট মৈত্রী সেতু দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য সহ যাত্রী আসা যাওয়া চালু করার। কিন্তু বাংলাদেশ উদ্ভুত পরিস্থিতির কারনে কিছুটা ব্যাঘাত ঘটছে। তারপরও চেষ্টা চলছে যতদ্রুত সম্ভব মৈত্রী সেতু চালু করার। মৈত্রী সেতু চালু হয়ে গেছে উভয় দেশ লাভবান হবে। বাংলাদেশের সাথে আলোচনা জারি রয়েছে। বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে মৈত্রী সেতু চালু হয়ে যাবে।