Friday, December 6, 2024
বাড়িরাজ্যমহারাজগঞ্জ বাজারে বিপদজ্জনক অবস্থায় রয়েছে বিদ্যুতিক খুঁটি

মহারাজগঞ্জ বাজারে বিপদজ্জনক অবস্থায় রয়েছে বিদ্যুতিক খুঁটি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ নভেম্বর : রাজধানীর মহারাজগঞ্জ বাজার এলাকায় বিপজ্জনক অবস্থায় রয়েছে একটি বিদ্যুৎ-এর খুঁটি। জানা যায় শনিবার রাতে বিদ্যুৎ-এর খুঁটিটি ভেঙ্গে যায়। বর্তমানে অর্ধভগ্ন অবস্থায় রয়েছে খুঁটিটি। ফলে এলাকার বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে রাখা হয়েছে। স্থানীয়রা জানান হতে পারে শনিবার রাতে কোন গাড়ির ধাক্কায় বিদ্যুৎ-এর খুঁটিটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফলে তাদের বর্তমানে অনেক সমস্যা হচ্ছে। অর্ধভগ্ন অবস্থায় বিপজ্জনক অবস্থায় রয়েছে খুঁটিটি। যে কোন সময় খুঁটিটি ভেঙ্গে পড়তে পারে। এতে ঘটতে পারে অঘটন। স্থানীয়রা আরও জানান বিদ্যুৎ নিগম দপ্তের কর্মীদের অবগত করা হয়েছে। কিন্তু বিদ্যুৎ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অর্ধভগ্ন খুঁটিটি দেখে চলে গেছে। এলাকায় বিদ্যুৎ না থাকার ফলে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য