স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ নভেম্বর : রবিবার রাতের বেলা রাজধানীতে ফের আক্রান্ত হলেন এক চিত্র সাংবাদিক। আহত চিত্র সাংবাদিকের নাম সুজিত আচার্যী। সে একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে কর্মরত। এই ঘটনায় গ্রেফতার ছয় জন। ধৃতদের নাম শুভ্রজিৎ দেবনাথ, বাড়ি রামনগর ১১ নং রোডে, রিপন দাস, বাড়ি জয়নগর দর্শনই ঘাট এলাকায়, অজয় দেব, বাড়ি খয়েরপুর স্থিত চাঁদপুর এলাকায়, মান্টি মালাকার, বাড়ি হাঁপানিয়া এলাকায়, শান্ত রায়, বাড়ি ভট্টপুকুর দুর্গাপল্লী এলাকায়, বাপন দাস, বাড়ি ভট্টপুকুর দুর্গাপূল্লী বালিচর এলাকায়।
আক্রান্ত চিত্র সাংবাদিক সুজিত আচার্য সংবাদ মধ্যমের মুখোমুখি হয়ে জানায়, রবিবার মলয়নগর বাইপাস এলাকায় অনুকূল ঠাকুরের উৎসব সরাসরি সম্প্রচারের জন্য গিয়েছিল সে। লাইভ সম্প্রচার শেষ হতে রাত আনুমানিক ১২ টা বেজে যায়। তারপর সে সবকিছু গুছিয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে। দীর্ঘ সময় পর গাড়ি সেখানে পৌছায়। তখন সে গাড়ির চালকের নিকট জানতে চায় কেন এত বিলম্ব হয়েছে। এতে গাড়ি চালক উত্তেজিত হয়ে যায়। পরে সে মালপত্র গাড়িতে তুলে দিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। সিদ্ধি আশ্রম এলাকায় আসার পর এই গাড়ি চালক একটি ইকো গাড়িতে করে ৫ থেকে ৬ জন যুবককে নিয়ে আসে। ইকো গাড়িটি প্রথমে তাঁর বাইকের পিছনে ধাক্কা দেয়। এতে সে বাইক নিয়ে পড়ে যায়। তারপর অভিযুক্ত গাড়ি চালক সহ ইকো গাড়িতে থাকা যুবকরা লোহার রড দিয়ে তাকে বেধড়ক ভাবে মারধর করে। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে এগিয়ে আসে। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আহত চিত্র সাংবাদিক সুজিত আচার্যকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সুজিত আচার্যীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাত করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্ত সুজিত আচার্য থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ৬ জন যুবককে পুলিশ আটক করেছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা যায়। এদিকে ধৃত দুষ্কৃতীরা আমতলী থানাতে রয়েছে। সোমবার দুপুর বেলা ত্রিপুরা ফোটো জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে সদস্যরা আমতলী থানাতে ডেপুটেশন প্রদান করেন দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।