স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ নভেম্বর : এক ব্যক্তির দুই দেশের পাসপোর্ট থাকার কারনে সেই ব্যক্তিকে আটক করলো কৈলাসহর থানার পুলিশ। ঘটনা কৈলাসহরের ইমিগ্রেশন চেকপোস্টে। ধৃত ব্যক্তিকে সোমবার দুপুরে কৈলাসহর আদালতে সোপর্দ করেছে পুলিশ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা কৈলাসহর থানা এলাকায়। ঘটনা সম্পর্কে কৈলাসহর থানার ওসি বলেন, রবিবার বিকেল নাগাদ রিপন দাস নামে এক ব্যক্তি বাংলাদেশ থেকে বৈধ ভাবে অর্থাৎ বাংলাদেশের পাসপোর্ট এন্ট্রি করে কৈলাসহর ইমিগ্রেশনে আসে।
কৈলাসহর ইমিগ্রেশনে আসার পর রিপন দাসকে দেখে ইমিগ্রেশন অফিসার নিরঞ্জন মজুমদারের সন্দেহ হবার পর রিপন দাসে সাথে থাকা ব্যাগ তল্লাশি করেন। তল্লাশির সময়ে রিপন দাসের কাছে বাংলাদেশের এবং ভারতের দুই দেশের পাসপোর্ট পাওয়া যায়। দুটো দেশের পাসপোর্টই রিপন দাসের নামেই ছিলো। এক ব্যক্তির নামে দুই দেশের পাসপোর্ট থাকার অপরাধে হাবিলদার নিরঞ্জন মজুমদার সাথে সাথেই কৈলাসহর থানায় খবর দেন। পুলিশ ছুটে গিয়ে রিপন দাসকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এবং ধৃত রিপন দাসের সাথে পাওয়া দুই দেশের পাসপোর্ট গুলো পুলিশ জব্দ করেছে। ধৃত রিপন দাসের নামে পাসপোর্ট অ্যাক্টে কৈলাসহর থানায় ইমিগ্রেশন অফিসার হাবিলদার নিরঞ্জন মজুমদার একটি মামলা করেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের রিপন জানায় যে, সে ভারতীয় নাগরিক এবং তার বাড়ি উত্তর জেলার পানিসাগর মহকুমার অগ্নিপাশা এলাকায়।