স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ এপ্রিল : সামাজিক ন্যায় কর্মসূচীকে কেন্দ্র করে নানান কর্মসূচী প্রতিদিন রাজ্য জুড়ে হচ্ছে। ১৪ এপ্রিল ডঃ বি আর আম্বেদকরের জন্মদিন। এদিন রাজ্যের সমস্ত বুথে ভারত রত্ন ডঃ বি আর আম্বেদকরের জন্মদিন পালন করা হবে।
এই উপলক্ষ্যে বেশ কিছু কর্মসূচী গ্রহণ করেছে বিজেপি সদর শহর জেলা কমিটি। বুধবার সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচীর বিষয়ে জানান সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য। মেধাবী ছাত্র ছাত্রীদের সম্মাননা জ্ঞাপন করা হবে। প্রধানমন্ত্রী পঞ্চরত্নের সংস্কার করেছেন। সেই সম্পর্কে সকলকে অবগত করা হবে বলে জানান তিনি। জেলা, মণ্ডল ও ওয়ার্ড স্তর পর্যন্ত আলোচনা সভার আয়োজন করা হবে বলেও জানান। ছিলেন বিজেপি-র সহ- সভাপতি তথা বিধায়ক রেবতী মোহন দাস, এস সি মোর্চার সভাপতি টোটন দাস।