Wednesday, February 12, 2025
বাড়িরাজ্য১৬ এপ্রিল থেকে শুরু হবে স্বাস্থ্য মেলা : এন এইচ এম

১৬ এপ্রিল থেকে শুরু হবে স্বাস্থ্য মেলা : এন এইচ এম

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ এপ্রিল : হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারের চতুর্থ বার্ষিকী উপলক্ষ্যে স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়েছে। গোটা দেশে এ মেলার আয়োজন করা হয়েছে। গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও ১৬ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত ৭ দিনবাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। মূলত তিন ধরনের কর্মসূচী চলবে। বুধবার রাজধানীর এন এইচ এম-র কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে জানান রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সোসাইটির মেম্বার সেক্রেটারি ডাঃ কমল রিয়াং।

 তিনি বলেন, ১৬ এপ্রিল ইসঞ্জীবনী পোর্টালের মাধ্যমে রাজ্যের সবকটি হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারে টেলিকনসাল টেশনের মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। এদিন প্রধানমন্ত্রী ই সঞ্জীবনীর সূচনা করবেন। ১৭ এপ্রিল রাজ্যের সবকটি হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারে যোগ ব্যায়াম ও শরীর চর্চা করা হবে। ১৮ থেকে ২২ এপ্রিল পর্যন্ত রাজ্যের ৫৮ টি ব্লকে ব্লক ভিত্তিক স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হবে। প্রত্যেক ব্লক এলাকায় একটি করে মেলা অনুষ্ঠিত হবে। এই স্বাস্থ্য মেলায় রোগ চিহ্নিত করনের পাশাপাশি আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট নাম্বার তৈরি করা হবে। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থার প্রসঙ্গে আলোচনা হবে মেলায়। বিশেষ করে কুষ্ঠ রোগ, ডায়াবেটিস, চর্ম রোগ, এ আই ডি এস ইত্যাদি শনাক্তকরণ করে প্রতিরোধের বিষয়ে আলোচনা হবে। এছাড়াও হোমিওপ্যাথিক চিকিৎসার গুরুত্ব মেলায় তুলে ধরা হবে। স্বাস্থ্য বিষয়ক নাচ-গান অনুষ্ঠিত করে মানুষকে সচেতন করা হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য