স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ নভেম্বর : রাজ্যের ১৯ টি আই.টি.আই কলেজের পরিকাঠামো উন্নয়নের জন্য টাটা অর্থ ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য সর্বমোট ৫৭০ কোটি ৪০ লক্ষ ৭ হাজার ৪৭৪ টাকা ব্যয় হবে। এর ৮৬ শতাংশ অর্থ ব্যয় করবে টাটা, বাকি ১৪ শতাংশ অর্থ ব্যয় করবে রাজ্য সরকার। তাহলে রাজ্যের আইটিআই কলেজ গুলোর মধ্যে প্রশিক্ষণ ব্যবস্থা আরো বেশি উন্নত হবে। শনিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী সভার এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।
তিনি বলেন, বিগত দিন লক্ষ্য করা যাচ্ছে আইটিআই কলেজগুলি থেকে ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ নিয়ে বের হলেও তারা জাতীয় স্তরে চাকরির জন্য আবেদন করতে পারেনি। এমনকি তাদের এই প্রশিক্ষণ কাজে আসতো না। তাই রাজ্য সরকার মন্ত্রী সভার বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে টাটার সাথে রাজ্য সরকার মিলে রাজ্যের আইটিআই কলেজগুলোর পরিকাঠামোগত উন্নয়ন করার। দেশে তেলেঙ্গানা সহ বিভিন্ন রাজ্যের ইতিমধ্যে এর সিদ্ধান্ত নিয়ে পরিকাঠামগত উন্নয়ন করা হয়েছে। যুবক যুবতীদের আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হলে আগামী দিন জাতীয় স্তরে গিয়ে চাকরির জন্য আবেদন করতে পারবে রাজ্যের ছেলে মেয়েরা। তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
প্রশিক্ষণ বিফলে যাবে না। তাই সরকার এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। পাঁচ বছরের সময়সীমার এই উদ্যোগের মৌস্বাক্ষর হবে আগামী কয়েকদিনের মধ্যে। মন্ত্রী আরো বলেন ৫৭০ কোটি অর্থ রাশি ব্যয় করার পাশাপাশি রাজ্য সরকারের ১০৯ কোটি ছয় লক্ষ টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে। ১৯ টি আইটিআই কলেজের ১৩ হাজার স্কয়ার ফিট এলাকার পরিকাঠামোগত উন্নয়ন করা হবে। এর জন্য রাজ্য নাবার্ড থেকে ঋন নেবে বলে জানিয়েছেন মন্ত্রী। আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরো বলেন, রাজ্যের বিমান ভাড়া অত্যন্ত বেশি বলে মাঝে মাঝে অভিযোগ উঠে। কিন্তু বিমান ভাড়া নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকারের নেই। এর দায়িত্বে রয়েছে এয়ারলাইন্স সংস্থাগুলি। এদিনের সাংবাদিক সম্মেলনে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রি দপ্তর এবং পর্যটন দপ্তরের আধিকারিকরা।