Sunday, January 26, 2025
বাড়িরাজ্যগোমতী জেলা হাসপাতালের সমস্যার সমাধানের আশ্বাস দিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

গোমতী জেলা হাসপাতালের সমস্যার সমাধানের আশ্বাস দিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ নভেম্বর : দীর্ঘদিন ধরে উদয়পুর টেপানিয়া স্থিত গোমতী জেলা হাসপাতালের পরিষেবা নিয়ে অভিযোগ জানিয়ে আসছিল পরিষেবা নিতে আসা রোগী ও রোগীর পরিবার। অবশেষে শনিবার রাজ্যে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, বিধায়ক অভিষেক দেবরায়, উদয়পুর পৌরপরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরন গীততে সহ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা, গোমতী জেলা হাসপাতালে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কমল রিয়াং সহ স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন আধিকারিকদের নিয়ে হাসপাতালে পরিদর্শনে যান।

 সেখানে গিয়ে উদয়পুর টেপানিয়া স্থিত গোমতী এলাহ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে কি কি সমস্যা রয়েছে সেই সম্পর্কে অবহিত হয়েছেন প্রতিনিধি দল। শেষে মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে বলেন দীর্ঘদিন ধরে গোমতী জেলা হাসপাতালের পরিষেবা নিয়ে কিছু কিছু অভিযোগ আস্থা থাকে। সেইগুলো পরিদর্শনে বের হয়ে এই সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার অতিসত্বর উদ্যোগ নেবেন বলে জানান। মন্ত্রী আরো বলেন এই গোমতী জেলা হাসপাতালে দক্ষিণ জেলা, সিপাহীজলা, গন্ডাছড়া ও গোমতি জেলা থেকে প্রচুর রোগী এ হাসপাতালে পরিষেবা নিতে আসেন। দেখা যায় মাঝেমধ্যে তাদের অনেক অসুবিধা যেমন হচ্ছে ঠিক তেমনি ওয়ার্ড গুলো ও ভালো অবস্থায় নেই। অতিসত্বর এগুলো ঠিকঠাক করে রোগী এবং রোগীর পরিবার পরিষেবা যাতে পায় এই উদ্দেশ্য নিয়ে আজকের এই প্রতিনিধি দল গোমতী জেলা হাসপাতালে পরিদর্শনে এসেছে। মন্ত্রী আরো বলেন রাজ্যে সবগুলো জেলা হাসপাতালকে উন্নত করা পরিকল্পনা নিয়ে রাজ্য সরকার কাজ শুরু করেছে। যদি জেলা হাসপাতাল গুলোতে পরিষেবা ঠিকমতো দেওয়া যায় তাহলে আগরতলা জিবি হাসপাতালে কিছুটা হল রোগীদের রাস টানা যাবে বলে উল্লেখ করেন তিনি। পরে প্রতিনিধি দল ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে পরিদর্শনে যান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য