স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ এপ্রিল : গত ৬ এপ্রিল বিজেপি-র ৪২ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষ্যে দেশব্যাপী কিছু কার্যক্রম নিয়েছে বিজেপি। ১৪ টি কার্যক্রম চলবে ২০ এপ্রিল পর্যন্ত। তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা ঘর নির্মাণ করেছেন তাদের বাড়িতে যান সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও কার্যকর্তারা। এদিন ৪ বড়জলা ও ৫ আগরতলা বিধানসভা কেন্দ্রের বিটারবন ও হিন্দু স্কুল সংলগ্ন বেশ কিছু বাড়িতে যান বিজেপি-র প্রদেশ সভাপতি তথা সাংসদ ডাঃ মানিক সাহা।
সাথে ছিলেন বিধায়ক ডাঃ দীলিপ দাস, কর্পোরেটার, মণ্ডল সভাপতি ও জেলা সভাপতি। এদিন পুর নিগমের ১৩ নং ওয়ার্ডের বিটারবনে চারটি বেনিফিসেয়ারীর বাড়িতে যান তিনি। তুলে দেন এল ই ডি বাল্ব। একটি করে বৃক্ষ রোপণ করেন। এই কার্যক্রম গোটা রাজ্য ব্যাপী চলছে। একই সঙ্গে যারা জলের সংযোগ পেয়েছেন তাদের বাড়িতেও যান বিজেপি-র প্রদেশ সভাপতি তথা সাংসদ ডাঃ মানিক সাহা। মূলত জল জীবন মিশন ও অটল ধারা মিশনের মাধ্যমে বেনিফিসেয়ারীদের বাড়িতে নলের মাধ্যমে জল পৌঁছে দেওয়া হয়েছে। এদিন নল পুজনে অংশ নেন। প্রধানমন্ত্রী মন কি বাতে বলেছিলেন গ্রীষ্মকালে বহু পশুপাখি আছে যাদের জল চেষ্টা মেটানো যায় না। তাদের জন্য সব বাড়িতে যেন একটি মাটির পাত্রে জল রাখা হয়। তারাও যেন বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত না হয়। তার জন্য বাড়ি বাড়ি মাটির পাত্র তুলে দেওয়া হয়। বিধায়ক ডাঃ দিলীপ দাস জানান, ২০১৪ সালে বিজেপি সরকার আসার পর সবগুলি প্রতিশ্রুতি জনগণের স্বার্থে পালন করা হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো প্রত্যেক বাড়িতে জল পৌঁছে দেওয়া। ২০২২ সালের মধ্যে প্রত্যেক বাড়িতে জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।