Monday, February 10, 2025
বাড়িরাজ্যদ্বিতীয় ভারত বাংলাদেশ পর্যটন উৎসব ১৭ এপ্রিল : প্রনজিৎ

দ্বিতীয় ভারত বাংলাদেশ পর্যটন উৎসব ১৭ এপ্রিল : প্রনজিৎ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ এপ্রিল : আগামী ১৭ এপ্রিল পর্যটন দপ্তরের উদ্যোগে রাজ্যে উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে সূচনা হবে দ্বিতীয় ভারত বাংলাদেশ পর্যটন উৎসব। চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। ৩ দিনব্যাপী এই মিলন উৎসবে দুই পারের ট্যুর অপারেটর, হোটেল মালিক, পর্যটন আধিকারিক, স্বাধীনতা সংগ্রামী,  শিল্পী-সাহিত্যিক, বুদ্ধিজীবীরা অংশগ্রহণ করবেন।

১৭ এপ্রিল সন্ধ্যায় উজ্জয়ন্ত  প্রাসাদে  অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী এই উৎসবের সূচনা করবেন। এদিন সকালে হবে শোভাযাত্রা । উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রকমারি খাদ্য উৎসব। ১৮ এপ্রিল  বাংলাদেশ উত্তর পূর্ব ভারত ও পশ্চিমবঙ্গের ট্যুর অপারেটরদের নিয়ে রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র গুলি ঘুরে দেখানো পরিকল্পনা নেওয়া হয়েছে। ১৯ এপ্রিল দুই দেশের পর্যটন বিষয়ক আদান-প্রদান ও ব্যবসা শ্রীবৃদ্ধির লক্ষ্যে ট্যুর অপারেটর, হোটেল মালিক এবং দুই দেশের পর্যটন আধিকারিকরা মতবিনিময় সভায় মিলিত হবেন গীতাঞ্জলি পর্যটন আবাসের মিলনায়তনে। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে পর্যটন উন্নয়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।  বাংলাদেশের পর্যটকদের দীর্ঘদিনের চাহিদা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লাতে ভিসা অফিস খোলা হয়েছে। ফলে রাজ্যে বাংলাদেশের পর্যটকের আগমন বাড়বে পাশাপাশি রাজ্যের রাজস্ব বৃদ্ধি পাবে বলে জানান মন্ত্রী। ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বহু আকাঙ্খিত সম্ভাবনার নতুন দিগন্ত গুলি বিশেষ করে ফেনী নদীর উপর বৃষ্টি চালু হলে ত্রিপুরা হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার করিডর বলে জানান তিনি। এছাড়া ত্রিপুরা ও বাংলাদেশের পর্যটন কেন্দ্রিক ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে একটি মৌ স্বাক্ষরের  পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য