স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ নভেম্বর : মহারাজা বীর বিক্রম বিশ্ব বিদ্যালয়ের ইংরেজি বিভাগ দ্বারা আয়োজিত উত্তর-পূর্ব ভারতে ভাষা, সাহিত্য ও সংস্কৃতির দার্শনিক ভিত্তির উপর দুই দিনের জাতীয় কর্মশালার আয়োজন করা হয়। বৃহস্পতিবার মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটির একাডেমিক হলে হয় এই কর্মশালা। এদিন এই কর্মশালা উপস্থিত ছিলেন রাজ্যসভার সংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সত্যদেও পুদ্দার সহ অন্যান্যরা। সংসদ রাজীব ভট্টাচার্য বক্তব্য রেখে বলেন, উত্তর পূর্বাঞ্চলের ঐক্যবদ্ধ হওয়া দরকার। কারণ উত্তর-পূর্বাঞ্চলের কৃষ্টি, সংস্কৃতিকে এক বিপদজনক জায়গায় নিয়ে পৌঁছানোর প্রয়াস শুরু হয়েছে।
এবং এটা নতুন নয়, দীর্ঘদিন ধরে চেষ্টা করছে। এই প্রচেষ্টাকে ব্যর্থ করতে আজকের অনুষ্ঠান অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি আরো বলেন, এভাবে যদি সংস্কৃতি রক্ষা করা যায় তাহলেই সমাজ পরিবর্তন হবে। বর্তমান সরকার যে সমাজ পরিবর্তনের কথা বলছে, তাও সম্ভব হবে। সংসদ আরো বলেন, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে পুরনো সাহিত্য হল মণিপুরী সাহিত্য। আগামী দিন ছাত্র-ছাত্রীদের এই পুরনো সাহিত্য গুলিকেও রক্ষা করতে হবে। আয়োজিত অনুষ্ঠানে তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আরো বলেন, বিদেশি সংস্কৃতি খারাপ নয়, বিদেশি সংস্কৃতি অনুসরণ করার আগে সকলের নিজের রাজ্যে সংস্কৃতি অনুসরণ করতে হবে। সুতরাং, দায়িত্ব নিয়ে নিজের সংস্কৃতি রক্ষা করতে হবে বলে জানান তিনি। আয়োজিত অনুষ্ঠানের ছাত্র-ছাত্রী সহ অন্যান্য শিক্ষাবিদ উপস্থিত ছিলেন।