স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ নভেম্বর : বৃদ্ধের মৃত্যুর ঘটনার এক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা বিশালগড় আদালত। ঘটনার বিবরণে জানা যায় ২০২১ সালে ২০ অক্টোবর অর্থাৎ লক্ষী পূজার রাতে বিশ্রামগঞ্জ থানা এলাকায় বিপ্লব ঘোষ নামে এক যুবকের সাথে বিবাদ হয় প্রতিবেশী বৃদ্ধ উপেন্দ্র দেবনাথ ও তার ছেলে সাধন দেবনাথের। সেই সময় বিপ্লব ঘোষ বৃদ্ধ উপেন্দ্র দেবনাথকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।
এতে উপেন্দ্র দেবনাথ গুরুতর ভাবে আহত হয়। ঘটনার পর উপেন্দ্র দেবনাথকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। পরবর্তী সময় মৃত উপেন্দ্র দেবনাথের ছেলে সাধন দেবনাথ বিশ্রামগঞ্জ থানায় বিপ্লব ঘোষের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী অফিসার তদন্ত শেষ করে বিশালগড় আদালতে চার্জশিট জমা দিলে শুরু হয় বিচার প্রক্রিয়া।
চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে বিশালগড় আদালতের বিচারক অভিযুক্ত বিপ্লব ঘোষকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ড বিধির ৩০৪ পার্ট-২ ধারায় ৩ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। আদালতের এই রায়ের বিষয়ে জানান সরকার পক্ষের আইনজীবী গৌতম গিরি।