Wednesday, December 4, 2024
বাড়িরাজ্যসমবায় সমিতিকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা চলছে : অর্থমন্ত্রী

সমবায় সমিতিকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা চলছে : অর্থমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ নভেম্বর : ২০১৮ সালের আগে রাজ্যের সমবায় সমিতি গুলি মুখ থুবড়ে পড়েছিল। তারপর বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের সমবায় সমিতি গুলি পুনজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়। আজ সমবায় সমিতি গুলি অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। তারা লাভের মুখ দেখছে। বর্তমানে রাজ্যে ৪২০৫ টি সমবায় সমিতি রয়েছে। বৃহস্পতিবার আগরতলা টাউন হলে ৭১ তম অখিল ভারত সমবায় সপ্তাহ -২০২৪ উপলক্ষে রাজ্যভিত্তিক আলোচনা চক্রে একথা বলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন এবারের মূল ভাবনা হলো “বিকশিত ভারত” নির্মাণে সমবায়ের ভূমিকা।

 বলেন দেশ স্বাধীন হওয়ার পর অনেকে বলেছিল দেশকে শক্তিশালী করতে গেলে আগে গ্রামীন এলাকা শক্তিশালী করতে হবে। তারপর দেশে বহু সরকার প্রতিষ্ঠিত হলেও সেই দিশায় গুরুত্ব দেয়নি। বর্তমান সরকার গত ১০ বছর ধরে সেই দেশায় গুরুত্ব দিয়ে গ্রামীন অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী করার চেষ্টা করছে। আয়োজিত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য