Friday, December 6, 2024
বাড়িরাজ্য১৭ দিন ধরে টি.আর.টি.সি -র বাস পরিষেবা বন্ধ, দুর্ভোগ বেড়েছে যাত্রীদের

১৭ দিন ধরে টি.আর.টি.সি -র বাস পরিষেবা বন্ধ, দুর্ভোগ বেড়েছে যাত্রীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ নভেম্বর : কৈলাসহর মহকুমার যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য কৈলাসহর থেকে কুমারঘাট রেলস্টেশন পর্যন্ত প্রতিদিন রাজ্য সরকারের টি.আর.টি.সি-র পক্ষ থেকে একটি বাস যাতায়াত করলেও বর্তমানে বিগত ১৭ দিন বাস পরিষেবা বন্ধ হয়ে আছে। বাস পরিষেবা বন্ধ থাকার বিষয়ে টিআরটিসি কর্তৃপক্ষ অবগত থাকলে উদাসীনতার ভূমিকা পালন করে চলেছে।

 এর ফলে গোটা কৈলাসহর মহকুমায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। সরকারি বাসটি প্রতিদিন যাতায়াতের ফলে গোটা কৈলাসহর মহকুমার সাধারণ মানুষের সুবিধা হতো। মূলত দীর্ঘদিনের কৈলাসহর বাসীর দাবী মেনে রাজ্য সরকারের নিয়ন্ত্রিত টি.আর.টি.সি -এর পক্ষ থেকে বিগত দুই বছর ধরে কৈলাসহর থেকে কুমারঘাট রেলস্টেশন পর্যন্ত প্রতিদিন একটি বাস যাতায়াত করতো। সরকারি এই বাসের যাত্রী পিছু ভাড়া ছিলো ত্রিশ টাকা। যেখানে প্রাইভেট বাস কিংবা প্রাইভেট গাড়ি গুলো যাএী পিছু ভাড়া নিতো আশি টাকা থেকে একশো টাকা। প্রতিদিন সকাল সাড়ে পাঁচটায় কৈলাসহর টি.আর.টি.সি বাসস্ট্যান্ড থেকে কুমারঘাট রেলস্টেশনের উদ্দেশ্যে বাসটি রওনা হতো এবং সকাল সাড়ে নয়টায় কুমারঘাট রেলস্টেশন থেকে কৈলাসহরের উদ্দেশ্যে বাসটি রওনা হতো। অন্যদিকে পুনরায় বাসটি বিকেল সাড়ে তিনটায় কৈলাসহর থেকে রওনা হয়ে রাত নয়টায় পুনরায় কুমারঘাট থেকে কৈলাসহরের উদ্দেশ্যে রওনা দিতো। এতে করে সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে খুবই সুবিধা হতো বলে সাধারণ মানুষের অভিমত। কিন্তু বিগত আটাশ অক্টোবর বিকেল থেকে সরকারি বাসটি কৈলাসহরের টি.আর.টি.সি বাসস্ট্যান্ডে নষ্ট হয়ে পড়ে রয়েছে। এ ব্যাপারে কৈলাসহরের টি.আর.টি.সি-এর এক আধিকারিক জানান যে, আটাশ অক্টোবর বাসটির ইঞ্জিন নষ্ট হবার পর সাথে সাথেই দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের লিখিত ভাবে এবং মৌখিক ভাবে জানানো হলেও এখন পর্যন্ত দপ্তরের পক্ষ থেকে বাসটি মেরামতের কোন উদ্যোগ নেয়নি। কৈলাসহর থেকে কুমারঘাট রেল স্টেশনে যাবার জন্য বেসরকারি ভাবে বাস পরিসেবা না থাকলেও একমাত্র এই সরকারি বাসটি পরিষেবা দিত। সতেরো দিন ধরে সরকারি বাসটি বন্ধ থাকার ফলে যাএীরা প্রতিদিন প্রচন্ড দুর্ভোগের শিকার হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য