স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ নভেম্বর : বৃহস্পতিবার এস.সি কল্যাণ দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। জনাজতি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই পর্যালোচনা বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন এস.সি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, এসসি কল্যাণ দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্যরা।
এক সাক্ষাৎকারে মন্ত্রী সুধাংশু দাস জানান এইদিন এসসি কল্যাণ দপ্তরের ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় রাজ্য ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এইদিন। এই বৈঠকের মূল্য উদ্দেশ্য হচ্ছে ২০২৪-২৫ অর্থবর্ষে এসসি কল্যাণ দপ্তরের যে সকল প্রকল্প গুলি হাতে নেওয়া হয়েছে, সেই গুলি কতটা বাস্তবায়িত হয়েছে তা খতিয়ে দেখা। দপ্তরের কোন কোন জায়গায় খামতি রয়েছে সেই গুলি নিয়ে এইদিন বিস্তারিত আলোচনা হয়েছে।