Thursday, November 21, 2024
বাড়িরাজ্যশিক্ষক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধ করলো ছাত্রছাত্রীরা

শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধ করলো ছাত্রছাত্রীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ নভেম্বর : রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকার স্বল্পতা মারাত্মক রূপ নিয়েছে। লাটে উঠছে পড়াশোনা। নিত্যদিন শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধ করছে ছাত্র-ছাত্রীরা। বৃহস্পতিবার চুরাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে পথ অবরোধ করে তারা শিক্ষক বদলির প্রতিবাদ জানিয়েছে। ছাত্র-ছাত্রীদের বক্তব্য, বিদ্যালয়ের বায়ো সায়েন্সের শিক্ষক প্রবীর দাস নাকি অন্যত্র বদলি করেছে দপ্তর।

কিন্তু বদলি না হওয়ার জন্য প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবিতা রায়ের সঙ্গে ছাত্রছাত্রীরা আলোচনা করেছিলেন। কিন্তু তিনিও তাদের যথারীতি আশ্বাস দিতে না পারায় সকাল সাড়ে এগারোটা থেকে বিদ্যালয়ের সম্মুখে চুরাইবাড়ি থেকে কদমতলার মূল সড়ক অবরোধ করে বসে ছাত্র-ছাত্রীরা। তাদের একটাই দাবি তাদের পরীক্ষার প্রাক্ মূহুর্তে শিক্ষক প্রবীর দাসকে অন্যত্র বদলি করা হলো কেন। ছাত্র-ছাত্রীরা আরও জানায় স্কুলে ছাত্রছাত্রীদের তুলনায় শিক্ষক শিক্ষিকা সংখ্যা অনেক কম। বায়োলজির একজন মাত্র শিক্ষক ছিলেন। উনাকেও বদলি করে দেওয়া হয়েছে।

অপরদিকে প্রধান শিক্ষিকা সবিতা রায় জানান, বায়োলজি শিক্ষক প্রবীর দাসকে আনন্দবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ডেপুটেশনে পাঠানো হচ্ছে। উনার পরিবর্তে সমীর দাস নামে অপর একজন শিক্ষক তড়িঘড়ি চুরাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাতেও ছাত্র-ছাত্রীরা সন্তুষ্ট নয়, তাদের দাবি পরীক্ষার প্রাক্ মুহূর্তে প্রবীর দাস নামের শিক্ষক তাদের প্রয়োজন। এদিকে প্রধান শিক্ষিকা আরও জানিয়েছেন স্কুলে সর্বমোট ছাত্র-ছাত্রী সরকার ৭৮০ জন। আর শিক্ষক-শিক্ষিকার সংখ্যা মাত্র কুড়িজন। ছাত্র-ছাত্রী তুলনায় শিক্ষক-শিক্ষিকার সংখ্যা অনেকটাই কম রয়েছে। বিশেষ করে বহু বিষয়কেন্দ্রিক শিক্ষক স্কুলে নেই। এর জন্য দপ্তরকে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দেওয়া হয়নি স্কুলে। এদিন রাস্তা অবরোধের ফলে বিপাকে বলে পথচারীরা। খবর পেয়ে ছুটে আসে চুরাইবাড়ি থানার পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য