Saturday, January 25, 2025
বাড়িরাজ্যপ্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করতে মহড়ার আয়োজন

প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করতে মহড়ার আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ নভেম্বর : বৃহস্পতিবার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়া রাজ্য পুলিশ, টিএসআর, স্বাস্থ্যকর্মী, ফায়ার সার্ভিস, এনডিআরএফ, সিআরপিএফ অংশ নেবে। বিভিন্ন এজেন্সি অংশ নেওয়ার পাশাপাশি এন.ডি.এন.এ -র অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ কে বর্মা উপস্থিত ছিলেন।

তাদের এই মহড়া খতিয়ে দেখেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডঃ বিশাল কুমার, রাজস্ব দপ্তরের সচিব বিজেস পান্ডে। রাজস্ব দপ্তরের সচিব বিজেস পান্ডে জানিয়েছেন, বিভিন্ন এজেন্সির পক্ষ থেকে মহড়ায় প্রায় দুই শতাধিক কর্মী অংশ নেয়। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো যারা রাজ্যে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকে তারা কতটা সক্রিয় রয়েছে। তারা এদিন মানুষকেও সচেতন করেছে। প্রাকৃতিক বিপর্যয়ের সময় কিভাবে নিরাপদ স্থানে আশ্রয় নিয়ে জীবন রক্ষা করতে হবে। এ বিষয়ে বিস্তারিত অবগত হয়েছে। তবে এদিনের মহড়ার পর যেসব ত্রুটি সামনে উঠে এসেছে সেগুলি সংশোধন করতে দ্বিতীয়বার এমন মহড়ার আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য