স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ নভেম্বর : ভিলেজ কমিটির নির্বাচনের আগে ভোট বয়কটের ডাক দিয়ে বিজেপি ও রাজা মথার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন জনজাতি অংশের মানুষ। থানসা আর সুশাসনের বিধায়কের উপর থেকে তারা আস্থা হারিয়েছে। গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অবস্থাও যেন ঠিক এইরকম। গত ২০১৮ বিধানসভা নির্বাচনে সিপিআইএমকে পরাজিত করে ক্ষমতায় এসেছিলেন বিজেপি, আর বিজেপি-র পক্ষে গোলাঘাটির বিধায়ক হয়েছিলেন বীরেন্দ্র কিশোর দেববর্মা। ২০২৩ শে বিধানসভা নির্বাচনে গোলাঘাটি বিধানসভায় বিজেপিকে পরাজিত করে জয়ী হয়েছিল তিপরা মথা, তিপরা মথা দলের পক্ষে বিধায়ক হয়েছেন মানব দেববর্মা।
সবাই নির্বাচনী বৈতরণী পার হতে এলাকার উন্নয়নে এবং মানুষের স্বার্থে কাজ করবে বলে বুলি উড়িয়ে থাকেন, কিন্তু নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর তাদের সেই প্রতিশ্রুতি বাস্তবের সাথে কোনভাবেই মিলে না। দিকে গোলাঘাটি বিধানসভার পশ্চিম জারুলবাছাই সেমনা পাড়া ১ নং ওয়ার্ড -এর রাস্তাটি দীর্ঘ অনেক বছর ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। কিন্তু সংশ্লিষ্ট দপ্তর এবং এলাকার নির্বাচিত প্রতিনিধিরা সবকিছু জানার পরেও এলাকার মানুষের স্বার্থে রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নিচ্ছে না। তাই বুধবার দুপুরে স্থানীয় এলাকাবাসীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন আগামী কিছুদিনের মধ্যে যদি তাদের এলাকার রাস্তাটি সংস্কার করা না হয় তাহলে তারা আগামী দিন ভোট বয়কট করবে। কারণ এখন পর্যন্ত বহু প্রতিশ্রুতি তারা পেয়েছে।
কিন্তু কোন বিধায়ক থেকে শুরু করে কোন জন প্রতিনিধি তাদের প্রতিশ্রুতি পূরণ করেনি। তাদের আরো বক্তব্য, এলাকার বিধায়ক থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধিরা নিজেদের ভোটে জয়ী হয়নি। জনগণ ভোট দিয়েছে বলেই তারা জয়ী হয়েছেন। কিন্তু জনগণের ভোটে জয়ী হয়ে এভাবে উন্নয়ন ভুলে গেলে তাদের আর ভোট দেওয়া হবে না। বিগত দিনে বিজেপি থেকে শুরু করে রাজা মথা যারাই এসেছে তাদের প্রতিশ্রুতির উপর আস্থা ছিল এলাকাবাসীর। কিন্তু প্রতিশ্রুতি বেমালুম ভুলে গেছে তারা। তাই এবার রাস্তা সংস্কার না হলে ভোট দেওয়া হবে না। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এলাকাবাসী।