স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ নভেম্বর : বিজেপি সরকারের সাত বছরে রাজ্যে মানুষের জীবন যাত্রার মান নিচের দিকে গেছে। অভাব, অনাহার মুছতে বামফ্রন্ট সরকার ভূমিকা নিয়েছিল। এবং সফলতা অর্জন করেছে। কিন্তু ২০১৮ সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এগুলো পুনজ্জীবিত হচ্ছে। বুধবার উদয়পুরে এমনটাই অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন এক দেশ এক নির্বাচনের নামে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে ফেলার বিরুদ্ধে, নিত্য প্রয়োজনীয় অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বিরুদ্ধে, রাজ্যে আইনশৃঙ্খলা চরম অবনতির বিরুদ্ধে এবং ক্রমবর্ধমান নারীর নির্যাতনের প্রতিবাদে বুধবার উদয়পুর সিপিআইএম উদয়পুর বিভাগীয় জামতলা অফিস থেকে এক বিক্ষোভ মিছিল করা হয়।
উদয়পুর সেন্ট্রাল রোড, পুরানো মোটর স্ট্যান্ড, মহাদেব দিঘির পার হয়ে নিউটাউন রোড হয়ে আবার জামতলাতে এসে শেষ হয়ে মিছিলটি। উপস্থিত ছিলেন সিপিআইএম পলিটব্যুরোর সদস্য তথা বামফ্রন্ট সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রতন ভৌমিক, সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব। তারপর একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বলেন, রাজ্যে কাজ নেই। মানুষ কাজের জন্য ঘুরে বেড়াচ্ছে, সরকার কাজ দিতে পারছে না। নির্বাচনের আগে চাকরির যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করতে পারে নি বর্তমান রাজ্যে বিজেপি সরকার।শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে।
ছাএছাত্রী বিদ্যালয়ে থাকলেও শিক্ষক নেই। কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছে। কৃষকেরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। বিদ্যুতের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, বামফ্রন্ট সরকারের আমলে বিদ্যুৎ দপ্তরের ঘাটতি ছিল না। আর এখন গ্ৰামের মানুষ ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ পায়না। শহরের মানুষও লোডশেডিং এর যন্ত্রণায় অতিষ্টি বলে জানান তিনি। আরো বলেন, হাসপাতালে প্রয়োজনীয় ঔষধ নেই। রোগীরা হাসপাতালে গিয়ে ঔষধ পাচ্ছে না। হাসপাতালে চিকিৎসক, নার্স সহ কর্মীদের অভাব। দেশের সরকার সারা দেশে একটা অরাজকতা সৃষ্টি করে চলেছে। সব মিলিয়ে রাজ্যের মানুষ, দেশের মানুষ ভালো নেই বলে দাবি করেন। আগামী দিনে রাজ্যের মানুষকে সঙ্গে নিয়ে জোরদার আন্দোলন গড়ে তোলার জন্য তিনি আহ্বান জানান উপস্থিত নেতাকর্মীদের কাছে।