স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ নভেম্বর : মনু রেল স্টেশনে ধর্মনগর – আগরতলা গামী যাত্রী ট্রেন থেকে এক ভুয়া টিটিকে গ্রেফতার করল মনু জিআরপি থানা। তার নাম বসির আলি। বাড়ি কৈলাশহর। তার বক্তব্য অনুযায়ী একটি চক্র স্যোসাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাকে টিটির চাকরি দিয়েছে। টিটির ড্রেস, নেমপ্লেট, ডায়েরি সবকিছু তারা কিনে দেয়।
বুধবার প্রথম দিন জয়েন করে সে বিনা টিকিটে উঠা যাত্রীদের কাছ থেকে ৩২০ টাকা করে সংগ্রহ করে। ভুয়া টিটি বসির আলি থেকে আরপিএফ যে আইডি কার্ড এবং নেম প্লেট সিজ করেছে পুলিশ। এ বিষয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে মনু রেলস্টেশন চত্বরে। সামাজিক মাধ্যমে কি বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, নাকি ধৃত যুবক মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে এ ধরনের কান্ড কারখানা তৈরি করেছে? এ নিয়ে ব্যাপক হাসির রোল রেল যাত্রীদের মধ্যে।