Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যআগামী কয়েক মাসের মধ্যে ত্রিপুরা পাবে বন্দে ভারত এক্সপ্রেস : সাংসদ রাজীব...

আগামী কয়েক মাসের মধ্যে ত্রিপুরা পাবে বন্দে ভারত এক্সপ্রেস : সাংসদ রাজীব ভট্টাচার্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ নভেম্বর : বুধবার প্রধানমন্ত্রীর হাত ধরে ভারতবর্ষের ১৮ টি রেল স্টেশনে প্রধানমন্ত্রীর জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন করা হয়। তারই অঙ্গ হিসাবে বুধবার আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের হাত ধরে প্রধানমন্ত্রীর জন ঔষধি  কেন্দ্রের একটি আউটলেটের উদ্বোধন করা হয়।

 সাংসদ রাজিব ভট্টাচার্যের সাথে ছিলেন কাউন্সিলর উদয় ভাস্কর চক্রবর্তী এবং রেলওয়ে লামডিং ডিভিশনের ম্যানেজার এ কে পাণ্ডে সহ অন্যান্যরা। সংসদ রাজীব ভট্টাচার্য জানান, এই জন ঔষধি কেন্দ্র খোলার ফলে মানুষের সুবিধা হবে। মানুষ ঔষধ ক্রয় করতে পারবে। দেশবাসীর সাথে প্রধানমন্ত্রী ১৮ টি রেল স্টেশনে এই জনবসতি কেন্দ্র খোলার উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে আগরতলা রেলস্টেশন একটি হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। তিনি আরো বলেন, স্বাধীনতার পর উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য কোন কাজ করেনি কোন সরকার। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার হওয়ার পর থেকে উত্তর-পূর্বাঞ্চলকে এক অন্য দৃষ্টিতে দেখতে শুরু করেন।

পৃথকভাবে ডোনার মন্ত্রক চালু করে রেল থেকে শুরু করে বিভিন্ন সুবিধা উত্তর পূর্বাঞ্চলের মানুষের জন্য চালু করেছেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালে রাজ্যের রেললাইন মিটার গ্রেজ থেকে ব্রডগেজ করা হয়েছে। সাব্রুম পর্যন্ত রেল পরিষেবা পৌঁছে গেছে। আগরতলার সাথে দেশের বহু রাজ্যের রেল পরিষেবা সংযুক্ত হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু করতে উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে বিদ্যুতের কাজ সম্পন্ন হয়ে গেছে। কয়েক মাসের মধ্যে আগরতলা থেকে শিলচর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালু করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য