স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ নভেম্বর : সোমবার জিবি হাসপাতালে দ্বিতীয়বার কিডনি প্রতিস্থাপন করা হয়। মনিপুরের সিজা হাসপাতালের সাথে জিবি হাসপাতালের সার্জিক্যাল টিম সফলভাবে এই কিডনি প্রতিস্থাপন করেছে। মঙ্গলবার এ জি এম সি -র কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন জিবি হাসপাতালের মেডিকেল সুপার শংকর চক্রবর্তী।
তিনি জানান, গত ৮ জুলাই জিবি হাসপাতালে প্রথমবার কিডনি প্রতিস্থাপন করা হয়। বর্তমানে সেই কিডনি গ্রহীতা এবং কিডনি দাতা দুজনেই সুস্থ আছেন। গতকাল যে কিডনি প্রতিস্থাপন হয়েছে তাতেও দেখা গেছে দুজনই সুস্থ আছেন। আরো জানান, সোমবার কিডনি গ্রহিতার বয়স মাত্র ২৪ বছর। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। তার দুটি কিডনিই ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত ছিল। তাকে কিডনি দিয়েছে তার এক নিকটবর্তী আত্মীয়। সোমবার কিডনি প্রতিস্থাপন হওয়ার পর তাকে আট থেকে দশ দিন জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকতে হবে। আজকে তার অবস্থা স্থিতিশীল। ঘন্টায় নিয়মিত প্রস্রাব করে চলেছে। আরো জানিয়েছেন যেহেতু এখন রাজ্যে কিডনি প্রতিস্থাপন হয়। তাই রোগীদের রাজ্যের বাইরে যাওয়ার কোন প্রয়োজন নেই। রাজ্যেই উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। সুতরাং অযথা বহিঃ রাজ্যে গিয়ে হয়রানি হওয়া এবং অতিরিক্ত অর্থ ব্যয় করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন। এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের সহ অধ্যাপক তপন মজুমদার, সার্জারির এইচ ও ডি মনিরঞ্জন দেববর্মা সহ অন্যান্য চিকিৎসকরা।