স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ নভেম্বর : শিশু বিশেষজ্ঞ চিকিৎসক থাকা সত্বেও বিগত তিন দিন ধরে ঊনকোটি জেলা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের দেখা মিলছে না। বিভিন্ন প্রান্ত থেকে শিশুদের চিকিৎসা করানোর জন্য জেলা হাসপাতালে নিয়ে আসলেও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার কারণে অন্যথায় ছুটতে হচ্ছে। আবার কেউ কেউ আর্থিক ভাবে দুর্বল হওয়ার কারণে চিকিৎসক না থাকা সত্বেও জীবনের ঝুঁকি নিয়ে শিশুদের জেলা হাসপাতালে ভর্তি করে রেখেছে। শিশু বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার কারণে গোটা জেলা হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
জেলা হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের অভিভাবকরা জানান যে, বিগত তিন থেকে চার দিন ধরে কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেই। যার ফলে জেলার দূর দূরান্ত বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা করতে আসা শিশুদের অভিভাবকরা জেলা হাসপাতালে এসে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেই শুনেও নিরুপায় মানুষেরা জেলা হাসপাতালেই ভর্তি করিয়ে অন্য চিকিৎসক দিয়ে চিকিৎসা করছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল সুপারের কাছে জানতে চাওয়া হয় শিশু বিশেষজ্ঞ চিকিৎসক তিন দিন ধরে জেলা হাসপাতালে অনুপস্থিতির কারণ। কিন্তু কারোর কাছ থেকে কোন ধরনের জবাব পাওয়া যায়নি। তবে প্রশ্ন হলো এটাই কি রাজ্যের স্বাস্থ্য বিপ্লব? এই স্বাস্থ্য বিপ্লব নিয়ে সরকার স্বাস্থ্য ক্ষেত্রে হাব করার স্বপ্ন বুনছে? যদি তাই হয়ে থাকে তাহলে স্বপ্ন বাস্তবায়নে কঠিন হয়ে পড়বে। কারণ একটি জেলা হাসপাতালের মত গুরুত্বপূর্ণ জায়গায় তিন দিন ধরে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেই সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি যদি ব্যক্তিগত কারণে ছুটিতে গিয়ে থাকে তাহলে অন্য হাসপাতাল থেকে শিশু চিকিৎসক নিয়ে এসে হাসপাতলে পরিষেবা সঠিকভাবে পরিচালনা করা হাসপাতালে এম এস -এর দায়িত্ব। কিন্তু অদৃশ্য কারণে এই দায়িত্ব এড়িয়ে চলেছেন একজন হাসপাতাল সুপার। এ বিষয়টা কতটা স্বাস্থ্য দপ্তরের গোচরে রয়েছে সেটা এখন বড় প্রশ্ন।