Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যঅন্তঃসত্ত্বা স্ত্রী ও সন্তানকে মারধোর করার অপরাধে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় মামলা করলেন...

অন্তঃসত্ত্বা স্ত্রী ও সন্তানকে মারধোর করার অপরাধে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় মামলা করলেন স্বামী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ নভেম্বর : অন্তঃসত্ত্বা স্ত্রী ও সন্তানকে মারধোর করার অপরাধে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় মামলা করলেন স্বামী। ঘটনা সোমবার বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বড়জলা গ্রাম পঞ্চায়েতের বাঁধের পাড় এলাকায়। ঘটনার সূত্রপাত হয় সোমবার দিন। এদিন বড়জলা বাঁধের পাড় এলাকার মরণ মিয়া এবং রুজিনা বিবির ছেলে আরিফুল  প্রতিবেশী ফারুক মিয়ার বাড়িতে খেলতে গেলে ফারুক মিয়া তাকে প্রচন্ডভাবে মারধর করে।

আরিফুল ফারুক মিয়ার হাতে মার খেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে এসে তার মাকে জানায়। ছেলেকে কেন মারধর করছে এই বিষয়টি ফারুক মিয়ার বাড়িতে গিয়ে তার কাছে জানতে চায় রুজিনা বিবি। সঙ্গে সঙ্গে আরিফুলের মা রুজিনা বিবিকে ও প্রচন্ডভাবে মারধর করে ফারুক মিয়া। তার কানের দুল ছিড়ে ফেলে এবং তাকে বুকে ও পেটে কিল ঘুসি মারে। তখন বাড়িতে ছিল না মরণ মিয়া। রাত্রিবেলায় মরণ মিয়া বাড়িতে আসে। স্ত্রীর কাছ থেকে মারধরের ঘটনা শুনতে পেয়ে মঙ্গলবার দিন সকাল বেলা মরণ মিয়া আবার যায় ফারুক মিয়ার বাড়িতে। কেন তার স্ত্রী এবং সন্তানকে মারধর করেছে এই বিষয়টি জানতে গেলে ফারুক মিয়া দা দিয়ে আক্রমণ মরণ মিয়াকে বলে অভিযোগ করেন মরণ।

ঘটনাটি বিশ্রামগঞ্জ থানায় জানানো হলে থানা থেকে পুলিশ ছুটে যায় ফারুক মিয়ার বাড়িতে। কিন্তু সে পলাতক। মরণ মিয়ার স্ত্রী নয় মাসের গর্ভবতী। ফারুক মিয়ার মারধরের ফলে ভীষণভাবে আহত হয় গর্ভবতী মহিলা রুজিনা বিবি। সঙ্গে সঙ্গে তাকে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে রেফার করা হয় আগরতলা জিবি বি হাসপাতালে। আগরতলা জিবি বি হাসপাতাল এ যাওয়ার পথে বিশালগড় মহিলা থানায় ফারুক মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মরণ মিয়া এবং তার স্ত্রী। যেহেতু মহিলার উপর আক্রমণ হয়েছে তাই বিশ্রামগঞ্জ থানার পুলিশ বিষয়টি বিশালগড় মহিলা থানায় পাঠিয়ে দিয়েছে। ঘটনার পর থেকে পলাতক ফারুক মিয়া।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য