Monday, February 10, 2025
বাড়িরাজ্যআগরতলা পুর নিগমের সপ্তম বাজেট পেশ হলো সোমবার

আগরতলা পুর নিগমের সপ্তম বাজেট পেশ হলো সোমবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ এপ্রিল : সোমবার আগরতলা পুর নিগমের সপ্তম বাজেট পেশ হয়। নতুন পুর বোর্ডের প্রথম বাজেট ছিল এদিন। প্রস্তাবিত বাজেটে ২০২২-২৩ অর্থ বছরের রাজস্ব ও মূলধনী খাতে আয় ধরা হয়েছে ৩৬ হাজার ৬৪০.৮৯ লক্ষ টাকা। অন্য দিকে ব্যয় ধরা হয়েছে ৩৬ হাজার ৭০০.০০ লক্ষ টাকা। ঘাটতি দেখানো হয়েছে ৫৯.১১ লক্ষ টাকা। এদিন আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে বাজেট পেশ করেন মেয়র দীপক মজুমদার। ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মেয়র ইন কাউন্সিলের সদস্য সহ সমস্ত কর্পোরেটার ও পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব এবং অন্যান্য আধিকারিকেরা।

প্রস্তাবিত বাজেটে ঘোষণা করা হয়েছে বটতলা শ্মশানে মৃতদেহ পোড়ানোর জন্য কোন ফিস আদায় করা হবে না। ২০২২ সালের এপ্রিল মাসের মধ্যে বকেয়া সম্পদ কর পরিশোধ করা হলে সর্বাধিক ৩০ শতাংশ ছাড় পাওয়া যাবে। একইভাবে মে ও জুন মাসের কর প্রদান করা হলে ২০ ও ১০ শতাংশ ছাড় মিলবে বলে ঘোষণা করা হয়েছে। ২০২২-২৩ সালের মধ্যে ১০ টি ওয়ার্ড অফিস নির্মাণ করা হবে। ৩০ টি কমিউনিটি এন্ড পাবলিক টয়লেট নির্মাণ করা হবে। ডিসি নগর প্ল্যান্ট সম্পূর্ণ রুপে কর্মক্ষমতায় ফিরিয়ে আনা হবে। জিবি বাজারে নির্মাণ করা হবে ১০০ শয্যা বিশিষ্ট আবাসিক ঘর। জল কর অপরিবর্তিত থাকবে। ১০০ শতাংশ পরিবারে নলের দ্বারা জল সরবরাহ সুনিশ্চিত করা হবে। বেআইনি কসাইখানা গুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্মাণ করা হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে কসাই খানা। এই ধরনের ২১ টি ঘোষণা দেওয়া হয়েছে ২০২২-২৩ সালের প্রস্তাবিত বাজেটে। মেয়র জানান আগরতলা পুর নিগম এলাকার মধ্যে থাকা নাগরিকদের সুন্দর, পরিচ্ছন্ন নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে এবং শহরকে নতুন করে সাজানোর উদ্দেশ্যে, সমস্যা গুলির নিরসনের জন্য ২০২২-২৩ সালের বাজেট পেশ করা হয়েছে। সমস্যা গুলি সম্পর্কে অবগত হয়ে এই বাজেটে অর্থ রাখা হয়েছে। ১৬ এপ্রিল এই বাজেটের ঘোষিত সিদ্ধান্ত গুলি কার্যকর হবে। গত বারের চাইতে এবারের বাজেটে ১২১.৫৭ লক্ষ টাকা বাড়ানো হয়েছে সার্বিক উন্নয়নের জন্য বলে জানান মেয়র দিপক মজুমদার। কোন রকমের ট্যাক্স বাড়ানো হয়নি। পরিষেবা প্রদানের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি। কর্মচারীদের স্বার্থে কাজ করবে পুর নিগম। এই বাজেট আগরতলা শহর বাসির সার্বিক উন্নয়নের জন্য করা হয়েছে বলে জানান তিনি। আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও যানজট মুক্ত করার কাজে কিছু কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি দেউলিয়া হয়ে রাজনীতি করছে বলে জানান তিনি। এই ক্ষেত্রে কোন আপোশ করা হবে না বলে জানান মেয়র দীপক মজুমদার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য