স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ এপ্রিল : বকেয়া টাকা না পেয়ে বিক্ষোভ সামিল হল ঠিকাদারেরা। সোমবার বনমালী পুর স্থিত বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে বিক্ষোভ দেখায় ঠিকাদাররা। তারা বিগত চার বছর ধরে বারে বারে নিগমের এম ডি দারস্থ হন বকেয়া টাকার জন্য। কিন্তু কোন ধরনের সদুত্তর পাচ্ছেন না। ঠিকাদাররা শেষ দায়িত্বে থাকা দেবাশীষ সরকারকে লিখিতভাবে জানানো হলেও তাদের দাবি মানা হচ্ছে না। তাই এদিন বিদ্যুৎ ভবনে যান ঠিকেদারেরা।
এমডি সাথে দেখা করে বিষয়টি পুনরায় স্থাপন করা হয়েছে। এবং বলা হয়েছে যদি বকেয়া টাকা মেটানো না হয় তাহলে বলে দেওয়ার জন্য। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানান ঠিকাদারেরা। কারণ ঋণ নিয়ে কাজ করেছেন। এমনকি লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে বর্তমানে তাদের বিপাকে পড়তে হয়েছে বলে জানান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো শেষ পর্যন্ত ঠিকাদারেরা জানান তারা পরবর্তী সিদ্ধান্ত নিতে নাগেরজলা স্থিত ভারতীয় মজদুর সংঘের অফিসে যাচ্ছেন। তবে এর পেছনে মূলত কি রহস্য রয়েছে তা ধাপাচাপা দিতে নিগম কর্তৃপক্ষ এবং ঠিকাদার উভয়েই মুখ খুলছে না।