স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ নভেম্বর : মানব পাচার অব্যাহত! এবার কৈলাসহরের ইরানী থানার অন্তর্ভুক্ত ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে দুই বাংলাদেশী নাগরিককে আটক করে বি.এস.এফ জওয়ানরা। ধৃত দুই বাংলাদেশী নাগরিককে সোমবার কৈলাসহর আদালতে প্রেরণ করেছে ইরানি থানার পুলিশ। জানা যায়, রবিবার রাতে কৈলাসহরের সফরিকান্দি এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বি.এস.এফ জওয়ানরা টহল দেওয়ার সময় দেখতে পায় দুইজন বাংলাদেশী নাগরিক সীমান্তের কাটা তার কেটে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে।
সাথে সাথেই টহলরত বি.এস.এফ জওয়ানরা আটক করে অবৈধভাবে ভারতে আসা দুই বাংলাদেশী নাগরিককে। সোমবার দুপুর দুইটা নাগাদ ধৃত দুই বাংলাদেশি নাগরিককে বি.এস.এফ জওয়ানরা কৈলাসহরের ইরানি থানার পুলিশের হাতে তোলে দেয়। ধৃত দুই বাংলাদেশী নাগরিকের নাম রাসেল আহমেদ, রিপন মিয়। তাদের বাড়ি বাংলাদেশের সিলেট জেলায়। কাজের সুবাদে ভারতে এসেছিল বলে তারা জানায়। পাশাপাশি উত্তর জেলার ধর্মনগরের নয়াপাড়া এলাকার বাসিন্দা লিটন নামে এক যুবক তাদেরকে ভারতে প্রবেশ করতে সাহায্য করেছে বলে জানায়।