স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ নভেম্বর : দীর্ঘদিনের অভিযোগের পর সোমবার রাজধানীর আখাউড়া রোড স্থিত পিইসিসি ইট ভাট্টা এলাকা পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সাথে ছিলেন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর তপন লোধ, স্থানীয় কর্পোরেটর, পুর নিগমের আধিকারিক, পূর্ত ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। পিইসিসি ইট ভাট্টা এলাকা পরিদর্শনের পর পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান পিইসিসি ইট ভাট্টা এলাকার বাসিন্দাদের জলের সমস্যা রয়েছে। এই বিষয়ে দীর্ঘ দিন ধরে অভিযোগ ছিল।
তাই এইদিন সকলকে সাথে নিয়ে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন। সেখানে সকলে নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এলাকায় পানীয় জলের সমস্যার নিরসন করা হবে। কিছু কিছু রাস্তা খারাপ হয়ে আছে। সেই গুলি সারাই করা হবে। কিছু নতুন বিদ্যুৎ-এর খুঁটি বসাতে হবে। তার জন্য বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো জানিয়েছেন, সমস্যা সমাধান করতে সরজমিনে গিয়ে দেখা হচ্ছে। কারণ পুর নিগমের অফিসে বসে সমস্যা সমাধান করা যায় না। তাই ওয়ার্ড এলাকায় এসে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকদের নিয়ে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সমস্যার সমাধান করা হবে। সারা শহরের মতো এই এলাকারও সমস্যা সমাধান হবে। কিন্তু সমস্যা সমাধানের জন্য সময় দিতে হবে। এই সমস্যা গুলি আগে থেকেই ছিল। শহরের সার্বিক উন্নয়নের জন্য পুর নিগমের পক্ষ থেকে যা যা করার তা করা হবে বলে জানান তিনি।