Wednesday, December 4, 2024
বাড়িরাজ্যমোহনপুরের কংগ্রেসের সংহতি পদযাত্রা

মোহনপুরের কংগ্রেসের সংহতি পদযাত্রা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ নভেম্বর : সোমবার মন্ত্রী রতন লাল নাথের বিধানসভা কেন্দ্রে মিছিল করে ঝড় তুললেন সুদীপ রায় বর্মনেরা। এদিন দুপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্য কর্মী সমর্থকরা সংহতি পদযাত্রা করেন।

 সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই পদযাত্রার আয়োজন করা হয়। উন্নতর, ঐক্যবদ্ধ, ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে সংহতি পদযাত্রার আয়োজন করা হয়। মোহনপুরের মানুষকে সঙ্গে নিয়ে মিছিল থেকে রাজ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে আওয়াজ তুলেন। বিধায়ক গোপাল চন্দ্র রায় বলেন, গত ৩১ অক্টোবর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে ঘোষণা দেওয়া হয়েছিল সংহতি পদযাত্রা আয়োজন করার। আগামী ১৯ নভেম্বর প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্ম দিবস পর্যন্ত চলবে এই সংহতি পদযাত্রা। সোমবার গামছা কোবরা থেকে লেফুঙ্গা পর্যন্ত এই সংহতির মিছিল সংগঠিত করা হয়। মূল লক্ষ্য হলো মানুষকে ঐক্যবদ্ধ করা বলে জানান গোপাল রায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য