স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ এপ্রিল : ভারতীয় জনতা পার্টি তপশিলী জাতি মোর্চা রাজ্য কমিটির পক্ষ থেকে সোমবার মহাত্মা জ্যোতিবা ফুলে জন্ম জয়ন্তী উদযাপন করা হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে। মহাত্মা জ্যোতিবা ফুলে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃবৃন্দ।
তারা জানান, ১৯৫ তম জন্মজয়ন্তী যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়েছে। রাজ্যের ৬০ টি বিধানসভা কেন্দ্রের মন্ডল অফিসে পালন করা হচ্ছে। পাশাপাশি এদিন মহাত্মা জ্যোতিবা ফুলে আত্মজীবনী তুলে ধরেন বক্তারা।