স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ এপ্রিল : ১৯৮০ সালে ব্রক্ষ্মপুত্র বোর্ড গঠিত হয়। আর তা কাজ শুরু করে ১৯৮২ সালে। মূলত ব্রক্ষ্মপুত্র নদী ও বরাকভ্যালীর উন্নয়ন ও সংরক্ষণের উদ্দেশ্যে পরিকল্পনা নিয়ে এই বোর্ড কাজ করতে থাকে। বর্তমানে কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রকের অধীনে রয়েছে এই বোর্ড।
আসাম ও দিল্লিতে এতদিন ছিল কার্যালয়। জল সম্পদ ও মৃত্তিকা সংরক্ষণের উপর গুরুত্ব দিয়ে কাজ করছে ব্রক্ষ্মপুত্র বোর্ড। ২০১৮ সালে গুরুত্ব অনুধাবন করে উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যগুলিকে যুক্ত করে বৈঠক করা হচ্ছে। সোমবার মহাকরণে সাংবাদিক বৈঠক করে এই কথা জানান ব্রক্ষ্মপুত্র বোর্ডের চেয়ারম্যান রাজীব যাদব। তিনি আরও জানান এদিন আগরতলায় একটি বৈঠক করা হয়েছে। বেশ কিছু বিষয়ে বৈঠকে আলোচিত হয়েছে। মনু নদীর জন্য মাষ্টার প্ল্যান নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। অন্যান্য রাজ্য গুলিতেও বৈঠক করা হয়েছে বলে জানান তিনি।