স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ নভেম্বর : প্রতিবছরের ন্যায় এই বছরও রবিবার রাজধানী আগরতলার বেণুবন বৌদ্ধ বিহারে দান শ্রেষ্ঠ কঠিন চীবর দানোৎসব উদযাপন করা হয়। বিগত বছরের ন্যায় এই বছরও বৌদ্ধ ধর্মের অন্যতম এই শ্রেষ্ঠ দানোৎসবে আগরতলার বৌদ্ধগন এবং ত্রিপুরার বিভিন্ন স্থানের বৌদ্ধগন অংশ গ্রহণ করেন। ৪৭ তম কঠিন চীবর দানোৎসব উপলক্ষ্যে এদিন সকালে আগরতলার বৌদ্ধ বিহারে ভোরে হয় বুদ্ধবন্দনা।
এরপর বিশ্ববৌদ্ধ পতাকা উত্তোলন করেন। সকালে অনুষ্ঠিত হয় বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার ও সংঘদান। এরপর হয় ভিক্ষুদের পিন্ডদান। বিকালে হয় কঠিন চীবর দান। ৩ মাস বৌদ্ধ ভিক্ষুরা একই সঙ্গে একই বিহারে বসবাস করেন। আষাঢ় পূর্ণিমা থেকে অশ্বিনী পূর্ণিমা পর্যন্ত বসবাসের পর চীবর দান করেন। কঠিন চীবর দানোৎসব কমিটি পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেণুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান কঠিন চিবর দান বছরে একবার হয়। পাশাপাশি তিনি কঠিন চিবর দান উৎসবের বিষয়ে বিস্তারিত জানান।