স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ নভেম্বর : বিভিন্ন মহকুমায় রেশন শপগুলির মধ্যে আকাল চলছে। ভেঙে পড়েছে গণবন্টন ব্যবস্থা। বিভিন্ন রেশন শপের মধ্যে ন্যায্য মূল্যে সামগ্রী ক্রয় করতে গিয়ে নানা অজুহাত শুনতে পাচ্ছে ভোক্তারা। কারণ সাব্রুমে রেশন শপগুলিতে সঠিকভাবে মিলছে না নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী। বিপাকে পড়েছে ভোক্তারা।
অভিযোগ, সাব্রুমের রেশন শপ গুলি থেকে ভোক্তাদের এক প্রকার খালি হাতেই ফিরতে হচ্ছে। ন্যায্য মূল্যের রেশন দোকানগুলিতে শুধু বন্যার জন্য বরাদ্দ কার্ড পিছু যে ১০ কেজি করে ফ্রি চাল দেওয়ার ঘোষণা হয়েছিল সেটাই মিলছে। বিগত মাসের বরাদ্দ মসুর ডাল এখন পর্যন্ত গ্রাহকরা পায়নি। আর এ মাসের বরাদ্দ মসুর ডালতো দূর অস্ত সাথে মিলছে না রেশন শপ গুলিতে চাল ছাড়া অন্য কোন সামগ্রী। তাই বাধ্য হয়েই গ্রাহকরা রেশন শপ থেকে একপ্রকার খালি হাতেই বাড়ি ফিরছেন। মাসের ১০ তারিখ হয়ে গেলেও প্রতি রেশন কার্ড পিছু বরাদ্দ ফ্রী ১০ কেজি চাল ছাড়া আর কিছুই মিলছে না বলে অভিযোগ ভোক্তাদের। দুই নং রেশন শপের ডিলার জহরলাল মজুমদার জানান, গত মাস থেকে মসুর ডাল মিলছে না ভোক্তাদের। গোডাউনে মসুর ডাল সহ অন্যান্য সামগ্রী আসছে না।
কিন্তু তারা সামগ্রীর জন্য চালান কেতে রেখেছে। বর্তমানে চাল তেল এবং চিনি ছাড়া আর কিছুই নেই রেশনে। একই বিষয় জানান ৩ নং রেশন শপের ডিলার। এবং তারা নিশ্চিতভাবে কিছুই বলতে পারছে না কবে নাগাদ এই সমস্যা সমাধান হবে। যদিও বহু পরিবার রয়েছে রেশন শপের সামগ্রীর উপর নির্ভর করে দিনে তিন বেলার খাবার জোটে। এরমধ্যে গত আগস্ট মাসে প্রবল বন্যায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে রাজ্যের। এ পরিস্থিতিতে রেশন শপ গুলির মধ্যে এ ধরনের তালবাহানা মানুষের কাছে এক প্রকার ভাবে বড় যন্ত্রণার কারণ হয়ে উঠেছে। দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষ যারা শুধু রেশন সামগ্রীর উপর নির্ভরশীল তাদের জীবন জীবিকা নির্বাহ করতে গিয়ে কি ধরনের সমস্যা পরতে হচ্ছে সে বিষয়টির দিকে কি নজর দিচ্ছে রাজ্য সরকার?