স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ নভেম্বর : শনিবার রাজ্য ভিত্তিক কমলা উৎসব অনুষ্ঠিত হয় বাগমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কিল্লা এলাকায়। উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ, বিধায়ক রামপদ জামাতিয়া, বিধায়ক রঞ্জিত দাস, কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায় সহ অন্যান্যরা। প্রদিপ প্রজ্জলন করে রাজ্য ভিত্তিক কমলা উৎসবের সুচনা করেন মন্ত্রী রতন লাল নাথ। কমলা উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কমলা চাষিরা তাদের কমলা নিয়ে উপস্থিত হন।
রাজ্য ভিত্তিক কমলা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন ২০২৩-২৪ অর্থবর্ষে ত্রিপুরা রাজ্যের মানুষের ৮২ হাজার ৬২৫ কোটি টাকা আয় হয়েছে। বর্তমান সরকারের সময়ে ত্রিপুরা রাজ্যের মানুষের আয় বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি আয় হয়েছে কৃষি ক্ষেত্রে। রাজ্য সরকার ঘরে ঘরে রোজগার, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আত্ম নির্ভর ত্রিপুরার কথা বলছে। সমগ্র বিশ্ব বর্তমানে ভারতবর্ষকে অনুসরণ করছে। ত্রিপুরা রাজ্যের কুইন আনারস বর্তমানে বিদেশে রপ্তানি হচ্ছে। ত্রিপুরা রাজ্যের কুইন আনারসের জিআই ট্যাগ রয়েছে।