Saturday, December 7, 2024
বাড়িরাজ্যবড় ভাই এবং তার স্ত্রীর বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ তুললো ভাই, বোন

বড় ভাই এবং তার স্ত্রীর বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ তুললো ভাই, বোন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ নভেম্বর : জন্মদাতা মাকে হত্যার অভিযোগ বড়ো ভাই রঞ্জিত ও রঞ্জিতের স্ত্রীর বিরুদ্ধে। পরিকল্পিত ভাবে হত্যার অভিযোগ তুলে বিলোনিয়া আদালতের দ্ধারস্থ রঞ্জিতের ছোট ভাই ও ছোট বোন। শুক্রবার দুপুরে বিলোনিয়া আদালতে দ্বারস্থ হয় রঞ্জিতের ছোট ভাই বোন ।

সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরার সামনে মাকে এসিড খাইয়ে হত্যার অভিযোগ তুলে বড়ো ভাই রঞ্জিতের বিচার চাইলেন ভাই মিঠন ত্রিপুরা ও বোন লক্ষী ত্রিপুরা। গত চার অক্টোবর মৃত্যু হয় হেমলতা ত্রিপুরার।  বাড়ী রাজনগর পিআর থানাধীন বড়পাথরী সবর পাড়াতে। হেমলতা ত্রিপুরার বড়ো ছেলে রঞ্জিত নাকি সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য মা আল্পনা ত্রিপুরার উপর অকথ্য নির্যাতন চালাতো এমনই অভিযোগ রয়েছে। কিন্তু মৃত হেমলতা রাজি না হওয়ায় হেমলতা ত্রিপুরার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায় বড় ছেলে রঞ্জিত ও রঞ্জিতের স্ত্রী । অভিযোগ মৃত্যুর আগের দিন গত তেসরা অক্টোবর হেমলতাকে মারধর করে বড়ো ছেলে রঞ্জিত নেশায় চুর হয়ে। এরপর পরিকল্পনা মাফিক রঞ্জিত ও রঞ্জিতের স্ত্রী মিলে আহত করে, মুখে এসিড ঢেলে দেয়। এরপর ছোট ছেলে মিঠনের স্ত্রী সহ এলাকাবাসীর সহায়তায় বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন হেমলতা ত্রিপুরাকে। শান্তির বাজার চিকিৎসাধীনরত অবস্থায় মৃত্যু হয় আল্পনা ত্রিপুরার। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মামলা হয়, তাকে পুলিশ আটক না করে উল্টো হেমলতার  ছোট ছেলে মিঠন ও মেয়ে লক্ষীকে হয়রানি করছে পুলিশ। জানা যায়, বড়ো ভাই রঞ্জিত নাকি ভাই বোনের বিরুদ্ধে মামলা দায়ের করে রেখেছে। এখন দেখার বিষয় ছোট ভাই মিঠন সহ বোন লক্ষী সুষ্ঠু বিচার পায় কিনা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য