Saturday, December 7, 2024
বাড়িরাজ্যরক্তদান হলো একটি আধুনিক উপহার, এর চেয়ে বড় কোন উপহার হতে পারে...

রক্তদান হলো একটি আধুনিক উপহার, এর চেয়ে বড় কোন উপহার হতে পারে না : সুশান্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ নভেম্বর : রক্ত সংকট সমাধান করতে জাতপাতের উর্ধ্বে উঠে এগিয়ে আসতে আহ্বান করলেন মন্ত্রি সুশান্ত চৌধুরী। শনিবার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ডিপার্টমেন্ট অব ফিজিওলজি পরিসরে “ইন্ডিয়ান সোসাইটি অব ক্রিটিকাল কেয়ার মেডিসিন” ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের শুভ উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

 তারপর তিনি বক্তব্য রেখে বলেন, রক্তদান হলো একটি আধুনিক উপহার। এর চেয়ে বড় কোন উপহার হতে পারে না। এই রক্তদানের মাধ্যমে শুধু মানুষ একজন মুমূর্ষ রোগীকে বাঁচায় না। একজন মুমূর্ষু রোগীকে বাঁচানোর পাশাপাশি নিজেকেও সহযোগিতা করে। রক্তগুলো মানুষের শরীরে যদি কোন রোগ থাকে তাহলে সেটা দ্রুত নির্ণয় হয়। তাহলে মানুষ নিজেকে চিকিৎসা করার জন্য সঠিক সময় পায়। সুতরাং মানুষ রক্ত দিয়ে শুধু অন্যকে সাহায্য করে না, নিজেকেও সহযোগিতা করে। মন্ত্রী এদিন আরো বলেন, বর্তমান সরকার এবং পূবর্তন সরকার রক্তদানে জন্য মানুষকে উৎসাহিত করেছে। মানুষের মধ্যে রক্তদানের প্রবণতা লক্ষ করা যায়। কিন্তু করোনার পর মানুষের মধ্যে থেকে রক্তদানের প্রবণতা অনেকটাই কমে গেছে। মন্ত্রী আরো বলেন, জাত পাত এবং রাজনৈতিক রঙ না দেখে রক্তদানে এগিয়ে আসতে হবে। তাহলে রক্ত সংকট দূর হবে। প্রধানমন্ত্রী যে স্বপ্ন এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, তা বাস্তব হবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রক্তদান শিবিরে এই দিন প্রায় ৭০ ইউনিট রক্ত সংগ্রহ হয় বলে জানান মন্ত্রী। পরে রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য