স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ নভেম্বর : রণংদ্রেহী মহিলার দায়ের কূপে গুরুতরভাবে আহত অপর এক মহিলা। ঘটনা শনিবার আমতলী থানার অন্তর্গত আমতলী বারুইপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এলাকায় কল্যাণী ঘোষ নামে এক মহিলার তান্ডবে দীর্ঘদিন ধরে স্থানীয় এলাকাবাসীরা অতিষ্ঠ হয়ে উঠেছিল। কল্যাণী ঘোষ কোন কারণ ছাড়াই এলাকার মহিলাদের উপর আক্রমণ করত। ঠিক একইভাবে শনিবার সকালে একই এলাকার বাসুদেব দত্তের স্ত্রী শতু সাহা দত্ত দোকানে যাওয়ার সময় কল্যাণী ঘোষের দা দিয়ে শতু সাহা দত্তের মাথায় আঘাত করে।
সঙ্গে সঙ্গে শতু সাহা দত্ত মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাটি স্থানীয় এলাকাবাসীরা প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে কল্যাণী ঘোষকে আটক করে। সঙ্গে ধারালো দা উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার কিছুক্ষণ পর আহত মহিলার স্বামী বাসুদেব দত্ত আমতলী থানায় অভিযুক্ত কল্যাণী ঘোষের বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করেন। এই ব্যাপারে আমতলী থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে এবং শনিবার বিকেলে অভিযুক্ত কল্যাণী ঘোষকে আদালতে প্রেরণ করে। তবে এই ঘটনার পেছনে কোন রহস্য রয়েছে। পুলিশের সুষ্ঠু তদন্তে এই ঘটনার আসল কারণ সামনে উঠে আসতে পারে বলে ধারণা এলাকাবাসীর।